আরও ৭৫ হাজার কর্মী নিয়োগ দিচ্ছে অ্যামাজন

১৪ এপ্রিল, ২০২০ ১৪:৩৩  
করোনা ভাইরাস মহামারী সময়ে ক্রমবর্ধমান অর্ডারের চাহিদা মেটাতে আরও ৭৫ হাজার কর্মী নিয়োগ দেবে অ্যামাজন। এক মাসেরও কম সময় আগে ঘোষণা দিয়ে ১০ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগের শেষে সোমবার এই ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি। ওই দিন সকালে নিজেদের ব্লগে এই ঘোষণা দেয় অ্যামাজন। এতে জানানো হয়, কমিউনিটি পর্যায়ে সেবা দিতে গিয়ে আমাদের টিমগুলো দেখছে ক্রমেই চাহিদা বাড়ছে। এবং এই বর্ধিত চাহিদা মেটাতে আমরা নতুন কর্মী নিয়োগ দিতে যাচ্ছি। গ্রাহকদের সেবা দিতে অতিরিক্ত ৭৫,০০০ কর্মী পদ সৃষ্টি হয়েছে। অনলাইন খুচরা বিক্রেতা আরও বলেছে যে, করোনাভাইরাস সংকটের সময় তারা এখন মজুরিরও উল্লেখযোগ্য পরিমাণ বাড়িয়েছে। গত মাসে তারা জানিয়েছিলো, মজুরি বাবাদ তারা ৩৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে এবং সোমবার এই অংক ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।